আদালত চত্বরে নারীর শ্লীলতাহানির অভিযোগ, পাল্টাপাল্টি মামলা

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৪

জেলা প্রতিনিধি,জয়পুরহাটঃ 

জয়পুরহাটের আদালত চত্বরে রিনা খাতুন নামে এক নারীর শ্লীলতাহানির অভিযোগে আইনজীবী গোলাম রাব্বানী মাছুমের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা করা হয়েছে। একই ঘটনায় পাল্টা মামলা করেছেন অভিযুক্ত আইনজীবীও।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে জয়পুরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী নারীর বাবা আজিজুল ইসলাম বলেন, সদর উপজেলার পূর্ব পুরানাপৈল জনৈক ফজলুর রহমানের ছেলে নূর আলম তালাক দেওয়া প্রথম স্ত্রী মনিরা খাতুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে সন্তান নেওয়া সংক্রান্ত একটি মামলা করেন। ওই মামলায় হাজিরা দিতে গত ১৮ এপ্রিল আদালতে যান নূর আলম। এ সময় তার দ্বিতীয় স্ত্রী রিনা খাতুনও সঙ্গে ছিলেন। মামলার শুনানি শেষে আদালতের বারান্দায় প্রথম স্ত্রী মনিরা খাতুনের কোলে থাকা শিশু সন্তানকে বাবা হিসেবে নূর আলম আদর করার চেষ্টা করলে মনিরা খাতুনের পক্ষের আইনজীবী গোলাম রাব্বানী মাসুমসহ ২ থেকে ৩ জন বাঁধা দেয়। বাঁধা দেওয়ার কারণ জানতে চাওয়াও উভয়ের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গোলাম রাব্বানী মাসুমসহ অন্য ২ থেকে ৩ জন নূর আলমকে কিল, ঘুষি ও লাথি মারে। এ অবস্থা দেখে দ্বিতীয় স্ত্রী রিনা খাতুন স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসে। তাকেও লাথি মেরে ফেলে দেওয়াসহ কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় মর্মে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে। ওই সময় শ্বশুর ফজলুর রহমান এগিয়ে আসলে তাকেও কিল, ঘুষি মারা হয় বলে সংবাদ সম্মেলনে জানান, ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আদালতের সিসি ক্যামেরার ভিডিওতে সত্য ঘটনা রয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা। সুষ্ঠু বিচারের দাবিতে করা সংবাদ সম্মেলনে আজিজুল ইসলাম ছাড়াও মেয়ের মামি নারজিনা খাতুন, চাচা ফারুক হোসেনসহ অন্য স্বজনরা।

এ ঘটনায় আইনজীবী গোলাম রাব্বানী মাসুমের বিরুদ্ধে মেয়ে রিনা খাতুনের শ্লীলতাহানির অভিযোগে গত ২১ এপ্রিল জয়পুরহাট থানায় মামলা করা হলেও মামলা রেকর্ড করা হয় ২৪ এপ্রিল রাতে। মামলার সত্যতা যাচাইয়ে প্রাথমিক তদন্তের কারণে রেকর্ড করতে দেরি হয়েছে বলে এ প্রতিবেদককে জানান ওসি হুমায়ন কবীর।

অপরদিকে, একই ঘটনার উল্লেখ করে আইনজীবী গোলাম রাব্বানী মাসুম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন ২৪ এপ্রিল রাতে।এ ঘটনায় অভিযুক্ত আইনজীবী গোলাম রাব্বানী মাসুমের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করে বলেন, আমিও মামলা করেছি। এ মামলার তদন্তে প্রকৃত সত্য ঘটনা বের হয়ে আসবে বলে প্রত্যাশা করেন তিনি।