আদালত চত্বরে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের এসআই আহত

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

নরসিংদী  প্রতিনিধি:

নরসিংদীর আদালত চত্বর থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আসামি ছিনতাইচেষ্টার সময় মো. টিটুল নামে মনোহরদী থানা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হন।

আহত ওই পুলিশ সদস্য জানান, গত মাসে মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে সেলিম ও পারভেজ নামে দুই ব্যক্তিকে রবিবার (২৯ ডিসেম্বর) গ্রেফতার করা হয়। পরে সোমবার তাদের আদালতে তোলে পুলিশ। এ সময় আদালত প্রাঙ্গণে একদল দুর্বৃত্ত পুলিশকে উত্ত্যক্ত করে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে। এতে টিটুল নামে ওই এসআই হাতে আঘাতপ্রাপ্ত হন।

পরে অন্যান্য পুলিশের সহায়তায় মনোহরদী থানা পুলিশ আসামিদের আদালতের এজলাসে ঢুকিয়ে রাখে। আহত ওই পুলিশ সদস্য নরসিংদী জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নেয়।

এই ঘটনায় কেউ আটক হয়েছে কি না এবং ঘটনার আরও বিস্তারিত জানতে মনোহরদী এবং নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রাতে একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।