ক্রীড়া ডেস্কঃ
একটা সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দাপট দেখাতো রাজধানী ঢাকার দল। তবে বর্তমানে নাজুক অবস্থা তাদের। এবারের আসরে কাগজে কলমে সবচেয়ে দুর্বল দলগুলোর একটি দুর্দান্ত ঢাকা। তবে কাগজে-কলমে পিছিয়ে থাকলেও জেতার চ্যালেঞ্জ নিচ্ছেন দুর্দান্ত ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।
বিপিএলকে সামনে রেখে মিরপুরে শুরু করেছে অনুশীলন শুরু করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। সেখানে গণমাধ্যমকে সুজন বলেন, ‘যখনই যে দল গড়ে তখনই সে দল তার লক্ষ্য নিয়ে গড়ে। চ্যাম্পিয়ন তো সবসময়ই টার্গেট থাকে। যদি আমি রিয়েলস্টেক চিন্তা করি তাহলে আমাদের যে শক্তি আছে অবশ্যই প্রথম ধাপটা হচ্ছে গিয়ে নক আউটে যাওয়া সুপার ফোরে থাকা। প্রথম চারের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ। এটাই প্রথম লক্ষ্য, চ্যাম্পিয়ন তো ভাগ্য লাগে নক আউটে গিয়ে ভালো খেলেও প্রথম ম্যাচে হেরে যান তাহলে আউট। প্রথম লক্ষ্য সেমি ফাইনাল স্টেজে যাওয়া।’
ঢাকার দলে নেই বড় কোনো নাম। আর এখানেই চ্যালেঞ্জ দেখছেন সুজন। তিনি আরও বলেন, ‘অবশ্যই, আমার কাছে এটাই একটা বড় চ্যালেঞ্জ। যেহেতু আমাদের নাম নেই, কাগজে কলমে সবাই ৬/৭ নম্বর দলই বলবে হয়তোবা। সে হিসেবে আই ডোন্ট মাইন্ড এট অল আমি চাই এরকম একটা দল নিয়েই কাজ করাটা বেশি আনন্দের থাকবে। আমাদের চ্যালেঞ্জটা বেশি থাকবে। কারণ আমাদের হারানোর ভয়টাও কিছু নেই। আমরা যেটাই করব সেটাই আমাদের পাওয়া হবে।’