আন্তর্জাতিক মানসম্পন্ন সার্জারি করতে রংপুরে সায়েন্টিফিক সেমিনার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
রংপুর প্রতিনিধি:
যেসব চিকিৎসকদের সিরিয়াল পেতে রোগী ও তাদের স্বজনদের হিমশিম খেতে হয়, দেশব্যাপী স্বনামধন্য এমন চিকিৎসকদের মিলনমেলা বসেছিল রংপুরে।
রোগীর নিরাপত্তা, আন্তর্জাতিক মানসম্পন্ন সার্জারি, আধুনিক টেকনোলজির ব্যবহার করে উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সায়েন্টিফিক সেমিনার-২০২৪ এ শনিবার এসব বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত হয়েছিলেন।
সোসাইটি ফর সার্জনস অব বাংলাদেশ এসওএসবির আয়োজনে আডিআরএস এর বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডা. এএমএসএম শরিফুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর, প্রফেসর ডা. খাদেমুল ইসলাম, প্রফেসর ডা. আনোয়ার হোসেন।
প্রফেসর ডা. জাবেদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী এই সেমিনারে রংপুর, দিনাজপুর, নীলফামারী, সিলেট ও ঢাকার দুই শতাধিক সার্জন অংশ নেন।
প্রফেসর ডা. এএমএসএম শরিফুজ্জামান বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি বর্তমান সময়ে তরুণ সার্জনরা মানসম্পন্ন সার্জারির ক্ষেত্রে অনেকদূর এগিয়েছে। রোগীর নিরাপত্তা নিশ্চিত করে ঢাকার বাইরেও আন্তর্জাতিক মানসম্পন্ন সার্জারি এগিয়ে নিতে সোসাইটি ফর সার্জনস অব বাংলাদেশ এসওএসবি জেলা পর্যায়ে এমন সায়েন্টিফিক সেমিনারের উদ্যোগ নিয়েছে।