আন্দোলনকারীদের সঙ্গে বসতে রাজি সরকার: আইনমন্ত্রী

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম:

সরকার কোটা সংস্কারের পক্ষে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একইসঙ্গে শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সাথে সরকার বসতে রাজি আছে বলেও জানিয়েছেন তিনি। আজ (বৃহস্পতিবার) সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সরকার কি আদর্শিকভাবে কোটা সংস্কারের পক্ষে যাচ্ছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মামলাটি আদালতে আছে। তাও সর্বোচ্চ আদালতে। আদালতে যখন মামলার শুনানি শুরু হবে সরকার পক্ষ কোটার ব্যাপারে একটা প্রস্তাব দেবে। এবং আমার মনে হয় আমরা যেহেতু সংস্কারের পক্ষে, কোটা সংস্কার করার জন্য প্রস্তাব দেব। সেজন্য আপনারা বলতে পারেন আমরা (সরকার) কোটা সংস্কারের পক্ষে।
তিনি বলেছেন, কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত্য পোষণ করছি।
মন্ত্রী আরও বলেন, আন্দোলনকারীদের সাথে আমরা বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসবো। আইনমন্ত্রী চলমান আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব কথা বলেন।
হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এুগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।