
নিজস্ব প্রতিবেদক:
সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, একইদিন দুপুর ২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর নামক এলাকার একটি ট্রলার ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা নামক এলাকায় জমিজমা ও মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৮ ফেব্রুয়ারি আপন চাচা আনোয়ার হোসেনকে বিষপান করিয়ে হত্যার চেষ্টা করেন ছগির হোসেন। এ ঘটনার দুইদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আনোয়ার হোসেনের। পরে ১৫ ফেব্রুয়ারি ছগির হোসেনকে প্রধান অভিযুক্ত করে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই ছগির হোসেন পলাতক ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে চুরি, মাদক ও মারামারিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সবশেষ তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর নামক এলাকার একটি ট্রলার ঘাট থেকে ছগির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, হত্যা মামলায় অভিযুক্ত পলাতক আসামি মো. ছগির হোসেনকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় আরো সাতটি মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মঙ্গলবার ছগির হোসেনকে আদালতে হাজির করা হবে।