ক্রীড়া ডেস্ক:
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরেছে শান্ত-মুশফিকরা। ম্যাচ হারের পর বাংলাদেশ শিবিরে এলো দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম। কিপিং করার সময় আঙ্গুলে চোট পেয়েছে এই উইকেট রক্ষক ব্যাটার। দ্বিতীয় ওয়ানডে তো বটেই, মুশফিক ছিটকে পড়তে পারেন সিরিজ থেকেই।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাত নম্বরে ব্যাট করতে নামেন মুশফিক। তখনই প্রশ্ন উঠেছিল; এত পরে কেন ব্যাট করতে এলেন মুশি। সাধারণত, তিন ৪-৫ নম্বরে ব্যাট করে থাকেন। দলের এমন বিপদে হাল ধরতে এতো দেরিতে কেন উইকেটে আসলেন মুশফিক। এমন প্রশ্ন যখন মনে। তখন খোঁজ নিয়ে জানা গেছে ফিল্ডিংয়ের শেষ দিকে বাঁ হাতের আঙুলে চোট পান মুশফিক।
আঙুলের সেই চোটের ব্যথা সারাতে ও প্রাথমিক চিকিৎসার জন্য কিছুটা পরে ব্যাটিংয়ে নামতে হয়েছে মুশফিককে। তবে পরে পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেছে আঙুলের হাড়ে চিড় ধরেছে মুশফিকের।
যা আজ আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে। তবে এ অবস্থায় মুশফিকের দ্বিতীয় ওয়ানডেতে খেলা এক রকম অনিশ্চিতই বলা চলে। এমনকি শঙ্কা আছে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামা নিয়েও।