কাপ্তাই প্রতিনিধি:
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় আবারও কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি খুলে দেওয়া হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় জলকপাটগুলো খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে পানি বেড়ে যাওয়ায় গত ২৫ আগস্ট সকাল ৮টায় প্রথম ধাপে বাঁধের ১৬টি জলকপাট খোলা হয়েছিল। পানি বিপৎসীমার নিচে চলে গেলে ১৫ দিন পর গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে জলকপাটগুলো বন্ধ করা হয়।