বিনোদন ডেস্ক:
সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর নিহতের ঘটনায় গত শুক্রবার গ্রেপ্তার করা হয় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। এ ঘটনার একদিন পর অন্তর্র্বতী জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন তিনি। কিন্তু এতেও পুরোপুরি রক্ষা পাননি আল্লু!
ভারতীয় গণমাধ্যমের খবর, এই জামিনে স্বস্তি পাচ্ছেন না আল্লু অর্জুন। কারণ, সেই নারীর মৃত্যুর ঘটনায় এবার নায়কের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা পুলিশ। । প্রশাসনের দাবি, অঘটনের দায়ভার কোনোভাবেই এড়াতে পারেন না আল্লু।সিনেপর্দায় পুলিশের হাতে পরাস্ত না হলেও, বাস্তবে শেষমেষ পুলিশ আইনের কাছে মাথা নিচু করতে হয় ‘পুষ্পা’ আল্লু অর্জুনকে। সাদা হুডি, টিশার্টে স্ফুলিঙ্গ ফুটলেও, থানায় দাঁড়িয়ে ‘পুষ্পা’র তেজ কম দেখা যায়। যদিও একরাত জেল খেটে শনিবার সকালে বের হয়েই নায়ক জানান, তিনি দুঃখিত ও শোকাহত। বলেন, ‘আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব’।
এদিকে বক্স অফিসে ঝড় তুলছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। প্রতিদিনই বাড়ছে তার আয়ের অঙ্ক। অন্যদিকে, এই পুষ্পা নিয়ে আল্লু খুশি থাকবেন কি, পরিবর্তে সিনেমা ও নিজে এই খ্যাতি নিয়ে বিপদে পড়লেন। এখন ইচ্ছে করলেও ছবির ও খ্যাতির সাফল্যে আনন্দ করতে পারছেন না। রয়েছে আবারও সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার শঙ্কা, ফলে নায়কের পক্ষে গ্রেপ্তার এড়ানো সহজ হবে কি না তা বলা যাচ্ছে না।