
ডেস্ক রিপোর্ট:
আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১১ এপ্রিল) অঙ্গরাজ্যটির বোকা রাতোন বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ ঘটনা নিশ্চিত করে বলা হয়, দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি মহাসড়কের ওপর পড়ে আছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।
এর আগে গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহী নিহত হন।