আবার কোর্টরুম ড্রামায় অক্ষয়, সঙ্গী অনন্যা

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

বিনোদন ডেস্ক:

একের পর এক ফ্লপ সিনেমা। তাই এবার আর অ্যাকশন নয়, অন্য ধরনের গল্পের প্রতি ঝুঁকেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সুপারহিট সিনেমা ‘জলি এলএলবি ২’ সিনেমার পর আবারও কোর্টরুম ড্রামায় দেখা যাবে অক্ষয়কে।

সম্প্রতি এমন ঘোষণা দিয়েছেন বলিউডের অন্যতম প্রযোজক ও অভিনেতা করণ জোহর। জানা গেছে, অক্ষয়ের সঙ্গে সেই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অনন্যা পাণ্ডে এবং দক্ষিণের অভিনেতা মাধবন। সিনেমাটি পরিচালনা করবেন করণ সিং ত্যাগী।
ভারতের প্রখ্যাত আইনজীবী সি শংকর নায়ারের জীবনের ঘটনা নিয়ে নির্মিত হবে সিনেমাটি। যদিও ছবির নাম এখনও ঘোষণা করেননি প্রযোজক করণ জোহর।

এ সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করণ জোহর লিখেছেন, ‘এমন এক গল্প, যা বহু মানুষ জানেন না, এমন এক সত্যি যা আগে কেউ শোনেননি।’
তিনি আরও জানিয়েছেন, রঘু পালত এবং পুষ্পা পালতের লেখা ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ অবলম্বনে লেখা হয়েছে নতুন এ সিনেমার চিত্রনাট্য।

বলাবাহুল্য, অক্ষয় এবং মাধবনের মতো দু’জন জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা এক ছবিতে– এই খবরই ছবিপ্রেমীদের পক্ষে যথেষ্ট এবং হয়েছেও তাই। তবে নেটপাড়ার অনেকেই জানিয়েছেন, এরকম গুরুত্বপূর্ণ পিরিয়ড ছবিতে অভিনেত্রী অনন্যা পাণ্ডের থাকা নিয়ে।

একাধিক নেটিজনের মতে, অভিনেত্রী হিসেবে অনন্যার এখনও যোগ্যতা হয়নি এ ধরনের ছবিতে সুযোগ পাওয়া।