আবাসন সুবিধা পেতে আগ্রহী ঢাবি ছাত্রীদের আবেদনের আহ্বান

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

সানজিদা মাহবুবা:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের মধ্যে যারা হলে থাকার সুযোগ নিতে আগ্রহী, তাদের নিজ নিজ হলে আবেদন করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উদ্যোগ ভবিষ্যতে ছাত্রীদের জন্য সুষ্ঠু আবাসন পরিকল্পনা তৈরি করার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হলের আবাসন সুবিধা নিতে আগ্রহী ছাত্রীদের নিজ নিজ হলে আবেদন জমা দিতে হবে। তবে, এই আবেদন সিট বরাদ্দ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। বরং এর উদ্দেশ্য হলো হলের আবাসন সংকট মূল্যায়ন এবং একটি কার্যকর পরিকল্পনা গ্রহণ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ আবেদন প্রক্রিয়া হলের সিট বরাদ্দের প্রয়োজনীয়তা নির্ধারণের কাঠামো তৈরিতে সহায়তা করবে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের জন্য একটি কার্যকর ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সঠিক আবাসন ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ ছাত্রীদের আবাসন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ছাত্রীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সময়মতো আবাসন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে।