আমিনুল ইসলাম বাবু:
রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে হোটেল শেল্টার নামের একটি আবাসিক হোটেল থেকে আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ মর্গে পাঠিয়েছে।
ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আজ শনিবার (২৯ জুলাই) দিবাগত রাত পৌনে ৯টার দিকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, মৃত ব্যক্তি আব্দুল হালিম গত ৭ জুলাই হোটেল শেল্টারের তিন তলার ৩১৭ নম্বর রুম ভাড়া নেন। গতরাত ১০টার দিকে শরীরে জ্বর অনুভব করলে হোটেল বয়কে দিয়ে প্যারাসিটামল এবং পাউরুটি নিয়ে আসেন। পরে হোটেল বয়কে বলেন তুমি এখন যাও। কোন সাড়া শব্দ না পেয়ে ভেতরে গিয়ে হোটেল বয় দেখেন রুমে অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি। পুলিশ ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃত ব্যক্তি আদম বেপারির পাশাপাশি জমি ক্রয়-বিক্রয়ের কাজ করতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের চাচাতো ভাই সুমন জানান, আমার ভাই আদম বেপারির পাশাপাশি জমি ক্রয়-বিক্রয়ের কাজ করতেন। প্রায় ২৫ দিন পূর্বে ঢাকায় আসেন। আব্দুল হালিমের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারায়। তার বাবার নাম ইয়াজেল মণ্ডল।