আবুধাবিতে সর্বশেষ প্রযুক্তির কোভিড টেস্ট চালু

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১

ফেইস স্ক্যানিংয়ের মাধ্যমে কয়েক সেকেন্ডেই রেজাল্ট। আবুধাবির ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির অধীন EDE রিসার্চ ইনিস্টিউটের চমকপ্রদ ও সময়োপযোগী উদ্ভাবন EDE Covid-19 Scanner ফেইস স্ক্যানিংয়ের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে কোভিড টেস্টের ফলাফল দিতে সক্ষম বলে স্থানীয় মিডিয়া অফিস জানিয়েছে।

EDE স্ক্যানারের সামনে এসে দাঁড়ালে তা ফেইস স্ক্যান করবে। স্ক্যানারটি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে সুস্থ সেল এবং কোভিড আক্রান্ত সেলের মধ্যে ব্যবধান নিশ্চিত করবে। সুস্থ সেলের অধিকারী হবেন কোভিড নেগেটিভ।

এর মাধ্যমে ২০ হাজার টেস্ট স্যাম্পল স্ক্যান করে দেখা গেছে, এটি ৯৩.৫% ফলপ্রসু।

বর্তমানে দুবাই-আবুধাবির গানটুটের এন্ট্রি চেক পয়েন্টে, মুসাফফাহর এন্ট্রি ও এক্সিট পয়েন্টেও বিভিন্ন শপিংমলে তা বসানো হয়েছে।

এটি বাড়তি একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাজ করবে।