আমাদের ওপর কোনও চাপ নেই, সংবিধান সমুন্নত রেখে নির্বাচন: ইসি রাশেদা

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩

দিনাজপুর  প্রতিনিধি:

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘নির্বাচন নিয়ে আমাদের ওপর কোনও চাপ নেই। আমরা কোনও চাপে বিশ্বাসী না। আমাদের মতো করে যেভাবে করণীয়, যতটুকু করণীয়, সংবিধান সমুন্নত রেখে যেভাবে নির্বাচন করা প্রয়োজন, সেটাই করবো আমরা। সেই পথেই হাঁটছে নির্বাচন কমিশন। দেশে অস্থির কোনও পরিবেশ নেই। তবে পরিবেশ যা আছে, আরও ভালো হবে বলে আশা রাখছি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারীর রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে চার জেলার কর্মকর্তাদের সঙ্গে সভা করেন তিনি। সভায় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাশেদা সুলতানা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‌‘ভোটারদের উপস্থিতি বাড়ানো নির্বাচন কর্মকর্তা কিংবা নির্বাচন কমিশনের কাজ নয়। তবে ভোটারদের নিরাপত্তার জন্য আগে আইনে শাস্তিমূলক ব্যবস্থার বিধান ছিল না। এখন সেটি সংশোধন করা হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন সে বিষয়ে আইন করা হয়েছে। যদি কেউ ভোটারকে ভোট দিতে বাধা দেয়, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি কার্যকর হলে ভোটারদের অনিরাপদ কিংবা ভয়ে থাকার কোনও কারণ নেই।’

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি উল্লেখ করে রাশেদা সুলতানা আরও বলেন, ‘আপনারা কেন্দ্রে আসেন, আপনারা ভোট দিন। আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করেন। এখানে আপনাদের যথেষ্ট স্বাধীনতা আছে। আপনারা স্বাধীনভাবে আপনাদের কাজটা করেন।’

সাংবাদিকদের উদ্দেশে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘প্রার্থী চূড়ান্ত হওয়ার পর আচরণবিধি প্রতিপালন হচ্ছে কিনা আপনারা ক্যামেরায় তা তুলে আনবেন। আমরা দৃষ্টি রাখবো, যতটুকু ব্যবস্থা নেওয়ার ততটুকু নেবো। সুন্দর একটি পরিবেশ তৈরির জন্য আমাদের যা যা প্রয়োজনীয় তা তা করবো। আমি চাইবো ভালো একটি নির্বাচন করার জন্য। এতে আপনারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা রাখছি।’