আমিরপুত্র বললেন, বাবা-মায়ের বিচ্ছেদের সিদ্ধান্ত সঠিক ছিল

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

বিনোদন ডেস্ক:

২০০২ সালে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন আমির খান ও রিনা দত্ত। সেই সময়ে এই দম্পতির সন্তান জুনেইদের বয়স মাত্র আট বছর। শৈশবে বাবা-মা বিচ্ছেদের দেখা ও সেই অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন জুনেইদ।

তিনি মনে করেন, বাবা-মা দু’জনেই ভালো মানুষ। কিন্তু দু’জন ভালো মানুষ একসঙ্গে ভাল থাকবেনই, এমন কোনও নিশ্চয়তা নেই। এমনই মনে করেন আমিরপুত্র জুনেইদ খান।

বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে জুনেইদ বলেছেন, ‘ভালো হয়েছিল, বাবা-মা বিচ্ছেদের পথে হেঁটেছিলেন। তখন বোধহয় আমার বয়স মাত্র আট বছর। কিন্তু বুঝতেই দেননি, তারা আলাদা থাকছেন।’

জুনেইদ আরও বলেন, ‘১৯ বছর বয়স পর্যন্ত তাদের আমি ঝগড়া করতে দেখিনি। আমার ১৯ বছর বয়সেই প্রথম ঝগড়া করতে দেখি। তার আগে তাদের কোনও বিষয় নিয়ে লড়তে দেখিনি। আমার ও ইরার (জুনেইদের বোন) বিষয়ে তারা এক হয়ে আমাদের পাশে থেকেছেন।

ঝগড়ানা হলেও বিচ্ছেদের সিদ্ধান্ত সঠিকই ছিল মনে করেন জুনেইদ। তার কথায়, ‘তারা যা করেছেন, ঠিকই করেছেন। যথেষ্ট পরিণতবোধ ছিল দু’জনের। দুইজন ভালো মানুষ একসঙ্গেও ভালো থাকবে, এমন নয়। ভাগ্যিস দু’জনের বিচ্ছেদ হয়েছিল। আমি অন্তত শৈশবে বাবা-মা দু’জনকেই সুখী দেখেছি, এটাই বড় কথা।”

বিচ্ছেদ হলেও বাবা-মায়ের মধ্যে যোগাযোগ থেকেছে সব সময়। প্রায়ই পরিবারের সকলে একত্রিত হন বলেও জানান জুনেইদ।

তিনি বলেন, ‘আমরা প্রায়ই দেখা করি। আমরা প্রত্যেকেই খুব কাছাকাছি থাকি। প্রতি মঙ্গলবার সন্ধ্যায় আমরা একসঙ্গে চা পান করি।’

২০২৪ সালে বলিউডে পা রেখেছেন জুনেইদ। ‘মহারাজ’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে।