
ডেস্ক রিপোর্ট:
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বড় লটারি জিতেছেন মিনহাজ চৌধুরী (৩৮) ও রবিউল হাসান নামের দুই বাংলাদেশি। দু’জনের প্রতেক্যেই ১ লাখ ৫০ হাজার দিরহাম জিতেছেন; বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৪৯ লাখ ৬০ হাজার ৮৪৫ টাকা।
একই প্রতিক্রিয়া জানিয়েছেন রবিউল হাসানও। ভাগ্য অন্বেষণ করতে গত আট বছর আগে বাংলাদেশেল চট্টগ্রাম থেকে কাতারে এসেছেন তিনি। তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রথম বিগ টিকিটের লটারি সম্পর্কে জানতে পারেন। তার পর থেকেই লটারির টিকিট কেনা শুরু করেছিলেন তিনি; কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়ল এই প্রথম।
গালফ নিউজকে তিনি বলেন, “আমি যে কী পরিমাণ আনন্দিত, বলে বোঝাতে পারব না। এটা দারুন একটা ব্যাপার। যখন প্রথম খবর পেলাম (যে আমি জিতেছি) সে সময় রীতিমতো লাফাতে ইচ্ছে করছিল আমার।”
বিগ টিকিট সংস্থার সূত্রে জানা গেছে। গতকাল শুক্রবার যে টিকিটের লটারি হয়েছে, সেটি ছিল সাপ্তাহিক লটারির টিকিট। সেখানে দেড় লাখ করে দিরহাম জিতেছেন মোট ৫ জন। মিনহাজ এবং রবিউল এই পাঁচ জনের মধ্যে অন্যতম।