আমেরিকায় স্টিং অপারেশনে গ্রেপ্তার কে এই অনুরাগ

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। ঠিক সেটির কাছেই অবৈধভাবে চলছিল এক যৌনপল্লি। আর তার তদন্তে নেমে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী অনুরাগ বাজপেয়ীকে গ্রেপ্তার করল পুলিশ।
কিন্তু কী এই ‘কেমব্রিজ ব্রথেল কেস’? সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের মতে, ম্যাসাচুসেটসের কেমব্রিজে একটি অভিজাত অ্যাপার্টমেন্টে অবৈধভাবে চলা ওই যৌনপল্লিতে কর্পোরেট এক্সিকিউটিভ, সরকারি কর্মকর্তা, চিকিৎসক এবং আইনজীবী-সহ অভিজাত গ্রাহকদের যৌন পরিষেবা দেওয়া হতো।

যে নারীরা যৌন পরিষেবা দিতেন, তাদের অনেককেই এশিয়া থেকে আমেরিকায় পাচার করা হয়েছিল। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, অনুরাগ গ্রেপ্তার হয়েছিলেন ২০২৫ সালের শুরুতেই। বস্টন এলাকায় পুলিশ পরিচালিত একটি স্টিং অপারেশনের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তখন বিষয়টি প্রকাশ্যে আসেনি।

সম্প্রতি প্রকাশিত আদালতের নথিতে অনুরাগের নাম উঠে এসেছে। অনুরাগের পাশাপাশি আরও কয়েক জন সিইওর নাম রয়েছে ওই নথিতে। তবে সবচেয়ে হইচই পড়েছে অনুরাগকে নিয়ে।

‘কেমব্রিজ ব্রথেল কেস’ প্রকাশ্যে আসার পর ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী অনুরাগকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হইচই পড়েছে।

অনুরাগ আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং গবেষণার কাজ শেষ করেন। শিল্পে পানি বিশুদ্ধকরণ এবং পরিশোধন নিয়ে গবেষণার কাজ করতেন অনুরাগ। ২০১৩ সালে এমআইটি থেকে গ্র্যাডিয়েন্টের সহ-প্রতিষ্ঠা করেন।

পানিশোধনের এক বিশেষ কৌশল আবিষ্কার করে রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন অনুরাগ। এমনকি ‘বিশ্বের শীর্ষ ১০ ভাবনা’র তালিকাতেও অন্তর্ভুক্ত হয় সেই কৌশল।

ব্যবসায়ী হিসাবেও অনুরাগ সফল। তার নেতৃত্বে ‘গ্র্যাডিয়েন্ট’ এখন শত কোটি ডলারের সংস্থায় পরিণত হয়েছে। ২৫টিরও বেশি দেশে কাজ করছে সংস্থাটি। বিশ্বব্যাপী আড়াই হাজারেরও বেশি কার্যালয় রয়েছে তাদের।

সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, খনিজ শিল্প এবং খাদ্য ও পানীয়ের মতো শিল্পগুলিতে বিশুদ্ধ পানিশোধনের পরিষেবা দেয় ‘গ্র্যাডিয়েন্ট’।

অনুরাগের জন্ম ভারতে। অনুরাগের ‘লিঙ্কডইন’ প্রোফাইল অনুযায়ী, তিনি লখনউয়ের লা মার্টিনিয়ার থেকে তার স্কুলের পড়াশোনা শেষ করেন।

২০০৬ সালে মিসৌরি-কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন অনুরাগ। এর পরে এমআইটিতে ভর্তি হন। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে