আরও বিপাকে পাকিস্তানের সাধারণ জনগণ: নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের ইতিহাসে দেশটিতে প্রথমবারের মতো ৩০০ রুপি ছাড়াল প্রতি লিটারে পেট্রল ও ডিজেলের দাম। এতে করে আরও বিপাকে দেশটির সাধারণ নাগরিক ও ব্যবসায়ীরা। খবর এনডিটিভি ও জিও নিউজের।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির অর্থ মন্ত্রণালয় প্রতি লিটারে পেট্রলের দাম ১৪ দশমিক ৯১ রুপি এবং হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম ১৮ দশমিক ৪৪ রুপি বাড়ানোর ঘোষণা দেয়।


জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এখন পেট্রলের দাম প্রতি লিটারে বেড়ে ৩০৫ দশমিক ৩৬ রুপি এবং ডিজেলের দাম ৩১১ দশমিক ৮৪ রুপিতে পৌঁছেছে।
এর আগে গত ১ আগস্ট পাকিস্তান সরকার পেট্রলের দাম লিটার প্রতি ১৯ দশমিক ৯৫ রুপি বৃদ্ধি করেছিল। সেইসঙ্গে ডিজেলের দাম বাড়িয়েছিল ১৯ দশমিক ৯০ রুপি।

কয়েক দশকের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। নজিরবিহীন মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতিতে দেশটির সাধারণ মানুষের একপ্রকার নাজেহাল। এতে দেশটিতে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া।