আর্জেন্টিনার জন্য ১২ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা বিশ্বব্যাংকের

ডেস্ক রিপোর্ট:
বিশ্বব্যাংক শুক্রবার আর্জেন্টিনার জন্য ১২ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। যার মধ্যে দেশটির অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে শক্তিশালী করার জন্য অবিলম্বে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিতরণ করা হবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছে, আইএমএফ কর্তৃক ঘোষিত নতুন ২০ বিলিয়ন ডলারের বেলআউটের পাশাপাশি এই পদক্ষেপটি আর্জেন্টিনার অর্থনীতিকে স্থিতিশীল ও আধুনিকীকরণের জন্য সরকারের প্রচেষ্টার প্রতি দৃঢ় আস্থার ইঙ্গিত দেয়।
বিশ্বব্যাংক আরও বলেছে যে, এই কর্মসূচিটি ‘বেসরকারি বিনিয়োগ আকর্ষণ অব্যাহত রাখতে’ এবং কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা আরও জোরদার করতে সহায়তা করার জন্য রূপরেখা তৈরি করা হয়েছে।