আর্জেন্টিনা শীর্ষেই, ভুটানের পেছনে বাংলাদেশ

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুন ২০, ২০২৪

ক্রিয়া ডেক্সঃ

শুক্রবার সকাল থেকে শুরু হচ্ছে লাতিন অঞ্চলের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। শুরুর দিনে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামতে যাচ্ছে। মাঠে নামার আগে সুখবর পেয়েছে লিওনেল মেসির দল। সদ্য ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে কাতার বিশ্বকাপ জয়ীরা।

এছাড়া ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা ছাড়াও ফ্রান্স ও বেলজিয়াম আগের মতোই টেবিলে আছে। দ্বিতীয় ফ্রান্স ও তৃতীয় স্থানে বেলজিয়াম। ব্রাজিল এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে।। ইংল্যান্ড এক ধাপ নেমে পঞ্চম স্থানে চলে গেছে। পর্তুগাল ষষ্ঠ, নেদারল্যান্ডস সপ্তম ও স্পেন আছে অষ্টম স্থানে।

র‌্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের এক ধাপ অবনমন হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে লেবানন ও অস্ট্রেলিয়ার কাছে হারের কারণে এই অবনতি। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে ভুটান। রয়েছে ১৮৩তম স্থানে। এছাড়া ভারতের তিন ধাপ অবনমন হয়ে ১২৪, মালদ্বীপ ১৬০, নেপাল ১৭৫, ভুটান ১৮৩, পাকিস্তান ১৯৭ ও শ্রীলঙ্কা ২০৫তম স্থানে আছে।