আর তিন ঘণ্টা বেঁচে থাকলেই নিজের রেজাল্ট জানতে পারতেন তানভীর
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
সাজ্জাদ হোসেন:
সকাল ১১টার এইচএসসির রেজাল্ট। পিরোজপুর জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এইচএসসি পরীক্ষার্থী মো. তানভীর (১৯)। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না তানভীরকে। ফল প্রকাশের মাত্র তিন ঘণ্টা আগেই মৃত্যু হয় তার।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৮টার দিকে মারা যান বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনার এইচএসসি পরীক্ষার্থী তানভীর। এদিন বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সেখানে দেখা যায় তানভীর যশোর বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৩.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. নিজাম উদ্দিন তানভীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তানভীর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দাসখালী গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। তানভীর পরিবারসহ পিরোজপুর শহরের দশ নিড়ের গলি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তানভীর এ বছর বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করছিলেন। সেখানে থাকার সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত রোববার ঢাকা থেকে পিরোজপুরের ভাড়া বাড়িতে চলে আসেন। ওই দিন সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মো. নিজাম উদ্দিন বলেন, তানভীর রোববার সন্ধ্যায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।