আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, স্বাভাবিক হয়নি সিলেটের বিদ্যুৎব্যবস্থা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জেলা প্রতিনিধি,সিলেটঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ২৩০/১৩২ বিদ্যুৎকেন্দ্রের ট্রিপ পড়ে যাওয়ার পর সিলেট বিভাগের বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক হয়নি। আজ রোববার সকাল ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির।তিনি জানান শনিবার রাতে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ট্রিপ পড়ে যাওয়ার পর পুরো গ্রিডলাইন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে স্বাভাবিক হয়। কিন্তু ত্রুটির কারণে এখনো সিলেটের অনেক জায়গায় বিদ্যুৎ নেই।
শনিবার (৪ মে) রাত ৯টার দিকে সিলেটে বজ্রসহ বৃষ্টিপাত হয়। ওই সময় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি দেখা দিলে সিলেট বিভাগ অন্ধকার হয়ে পড়ে। রাত ১১টার পর সিলেট নগরসহ বিভিন্ন এলাকায় স্বাভাবিক হয়। তবে রোববার সকাল পর্যন্ত সিলেটের কিছু এলাকায় এখনো স্বাভাবিক হয়নি।প্রসঙ্গত, প্রায়ই আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি দেখা দেয়। এতে জাতীয় গ্রিডলাইন বন্ধ হয়ে যায়। ফলে বিপর্যয় দেখা দেয় সিলেট বিভাগসহ বিভিন্ন এলাকায়। সিলেটের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা মনে করছেন আশুগঞ্জ কেন্দ্রটির ত্রুটি সবার আগে দূর করতে হবে।