আসাদের স্ত্রী আসমা দুরারোগ্য ব্যাধি লিউকেমিয়ায় আক্রান্ত

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

অনলাইন ডেস্ক:

 

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আসাদ দুরারোগ্য ব্যাধি লিউকেমিয়ায় আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, এই অসুখ থেকে তার বাঁচার আশা ক্ষীণ।

জটিল এই রোগ থেকে সুস্থ হওয়ার ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তারা।

ডেইলি টেলিগ্রাফের বরাত দিয়ে বুধবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম আবর নিউজ।

বিদ্রোহীদের হামলার মুখে গত ৮ ডিসেম্বের ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ সপরিবারের রাশিয়ার মস্কোতে আশ্রয় নিয়েছেন। বর্তমানে সেখানেই আছেন ব্রিটিশ বংশোদ্ভূত আসমা আসাদ।

সংক্রমণ রোধে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে তাকে। এটাকেই কিছু গণমাধ্যম আসমা আসাদ ডিভোর্স চাচ্ছে বলে মিথ্যা খবর প্রচার করে। আসমার বাবা ফাওয়াজ আখরাস মেয়ের যতœ নেওয়ার জন্য এখন মস্কোতেই অবস্থান করছেন।

গত মে মাসে আসমা আসাদের অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়ে। এর আগে তিনি স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন।

মনে করা হচ্ছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় আশ্রয় নেওয়ার আগেই চিকিৎসার জন্য মস্কোতে পৌঁছেছিলেন ৪৯ বছর বয়সি ক্যানসার আক্রান্ত আসমা।

লিউকেমিয়ায় আক্রান্ত আসমাকে সংক্রমণ রোধে বিচ্ছিন্নভাবে রাখার খবরটিকে এমনভাবে প্রকাশ করা হয় যে, তিনি মস্কোতে অবস্থান করতে অসন্তুষ্ট এবং তার স্বামীর আসাদের কাছ থেকে বিবাহবিচ্ছেদ চেয়েছেন। আসমার পরিবার এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও ক্রেমলিন বিবাহবিচ্ছেদের গুজব অস্বীকার করেছে।

টেলিগ্রাফ জানিয়েছে, রাশিয়ান কূটনীতিকদের সঙ্গে কথা বলে তুর্কি সাংবাদিকরা এ তথ্য জানিয়েছে। আসমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসমার বর্তমান অবস্থান খুবই সংকটাপন্ন।

তিনি কারো সঙ্গে একই ঘরে থাকতে পারবেন না। সংক্রমণ এড়াতেই তাকে বিছিন্ন রাখতে হচ্ছে। আসমার বাবা একজন কার্ডিওলজিস্ট। তিনি মেয়ের যতœ নিচ্ছেন।