আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন ইতালিতে স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের নিন্দা

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণ শাখার আহ্বায়ক আইয়ুব আলী ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্যা, বানোয়াট ও মনগড়া অভিযোগ করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনের বিরুদ্ধে সম্প্রতি পাল্টা সংবাদ সম্মেলন করেছেন স্বেচ্ছাসেবক দল পালের’মো শাখার আহ্বায়ক কমিটির নেতারা। এসময় তারা নেতাদের বিরুদ্ধে মনগড়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান

তারা বলেন, একটি মহল আওয়ামী সমর্থিত লোকদের সঙ্গে আঁতাত করে জাতীয়তাবাদে বিশ্বাসী নেতৃবৃন্দকে বিভক্ত এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশে উঠে পড়ে লেগেছে। এ ধরনের হীন কার্যক্রমে পালের’মো বিএনপির কয়েকজন নেতৃস্থানীয় নেতার সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন ইতালি স্বেচ্ছাসেবক দল দক্ষিণের আহ্বায়ক আইয়ুব আলী ও সদস্য সচিব দেলোয়ার হোসেন। তারা বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একটি কুচক্রী মহল তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করায় তারা নিন্দা জানান।

সংগঠনের আহ্বায়ক আলাউদ্দিন দুলালের সভাপতিত্বে ও সদস্য সচিব হোসাইন আহমেদ আবুলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ কাওছার, মাহবুবুর রহমান তালুকদার ও মোস্তফা কামাল, সদস্য মিয়া মোহাম্মদ ছায়েদ, ইব্রাহিম খলিল কাইউমসহ অন্য নেতারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তনির খান, সদস্য আশাহিদ আহমেদ মোশাহিদ, হাজী খোরশেদ আলম, পালেরমো বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহাদাত হোসেন, সহ সভাপতি মো. আমিরুল হোসেন সরকার, মো. আজহারুল হক, ১নং সদস্য একে আজাদ।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও দেশ পরিচালনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানানো হয়।