ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারলে নোবেল পুরস্কার পাওয়া উচিত ট্রাম্পের
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ডেস্ক রিপোর্ট:
ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি রাশিয়া ও ইউক্রেনের সংঘাত শেষ করতে সফল হন তবে তার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত।
শনিবার সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মাত্তেও সালভিনি বলেন, নির্বাচনে জয়ী হওয়ার পর বিজয়ী ভাষণে ট্রাম্প বলেছেন, আমি একটি সাধারণ নীতি অনুসরণ করে দেশ পরিচালনা করব: প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। আগামীতেও আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব।
সালভিনি বলেছেন, জীবন রক্ষা করার পাশাপাশি এই সমাধান ডেমোক্র্যাটরা আমাদের জন্য এ পর্যন্ত যা রেখে গেছে তার তুলনায় একটি শান্ত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। ট্রাম্পের শান্তি উদ্যোগ তাকে একটি নোবেল পুরস্কার এনে দিতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, নির্বাচিত হলে আলোচনার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তিনি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনবেন।
রাশিয়ার গণমাধ্যম ধারণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা যাচাই করে দেখতে মস্কো প্রস্তুত আছে।