বিনোদন ডেস্ক :
বাংলাদেশের টপ সাবস্ক্রাইবার যুক্ত কনটেন্ট ক্রিয়েটর রাকিব হোসাইনকে নিয়ে পোস্ট দিল বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের অফিসিয়াল পেজ
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ইনস্টাগ্রামে রাকিবের ছবি শেয়ার করে একটি পোস্ট দেয় ইউটিউবের অফিশিয়াল পেজ।
ক্যাপশনে লেখে, আপনি যদি সিঙ্গাপুরে @ৎধশরনথযড়ংংধরহথাষড়মং-এ ছুটে যান তবে জেনে রাখুন আপনি হয়তো সারাজীবনের দুঃসাহসিক কাজে যাচ্ছেন।
রাকিবের ব্লগে মূলত দুঃসাহসিক অভিযানের ভিডিও আপলোড করা হয়। যেগুলোর বেশিরভাগ ভিডিওই মিলিয়ন ভিউ পার করেছে।