ইউপিডিএফের ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

খাগড়াছড়ি প্রতিনিধি:

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর তিন কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচিতে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটির দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে জেলায় সীমিত আকারে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে খাগড়াছড়ির রামগড়, দিঘীনালা, পানছড়ি, মানিকছড়ি, জালিয়াপাড়া-মহালছড়ি সড়কসহ জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করতে দেখা গেছে ইউপিডিএফ সমর্থকদের।
এদিকে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

উল্লেখ্য, গতকাল বুধবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলাধীন লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে তিন ইউপিডিএফ কর্মী সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা নিহত হন।