ইউপিডিএফের তিন কর্মীকে গুলি করে হত্যা, অবরোধ আজ

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছেন।

গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের শান্তিরঞ্জনপাড়ায় এ ঘটনা ঘটে। ইউপিডিএফ এ ঘটনায় প্রতিপক্ষ ‘নব্য মুখোশ বাহিনী’কে দায়ী করে আজ বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।
নিহতরা হলেন– প্রয়াত নন্দ মণি চাকমার ছেলে মন্যা চাকমা ওরফে সিজন (৫০), কানচরণ ত্রিপুরার ছেলে খরকসেন ত্রিপুরা ওরফে শাসন (৩৫) ও প্রয়াত আলো রঞ্জন চাকমার ছেলে পরান্টু চাকমা ওরফে জয়েন (২২)। সবার বাড়ি পানছড়ি।

এদিকে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার সই করা এক বিবৃতিতে বলা হয়েছে, নব্য মুখোশ বাহিনীর সশস্ত্র দল শান্তিরঞ্জনপাড়ার একটি বাড়িতে অবস্থানরত ওই ইউপিডিএফ কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। তাদের গুলিতে তিন কর্মী নিহত হয়েছেন। অবিলম্বে পানছড়ির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। তিন কর্মী হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয় বিবৃতিতে।
লতিবান ইউপি চেয়ারম্যান ভূমিধর ত্রিপুরা বলেন, ইউপিডিএফের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এটি করেছে, তা জানি না।

পানছড়ি থানার ওসি জসিম উদ্দিন বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে। ঘটনাস্থল থেকে ফেরার পর বিস্তারিত জানানো যাবে।