ইউপি চেয়ারম্যানকে বাসা থেকে ধরে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাদাকাত উল্লাহ মিয়াজীকে চট্টগ্রাম নগরীর কর্নেল হাটের বাসা থেকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আটকের পর তার ঘরের সামনে দলীয় স্লোগান দিয়ে মিছিল করে নেতাকর্মীরা।
শুক্রবার রাতে তাকে সীতাকুণ্ড থানার পুলিশ নিরাপত্তা সংকটের কারণে চট্টগ্রাম মেট্রোপলিটন পাহাড়তলী থানা হেফাজতে রাখে পুলিশ।
এদিকে তাকে গ্রেপ্তারের পর সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে বিএনপি নেতাকর্মীরা তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
জানা যায়, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাকাত উল্লাহর বিরুদ্ধে সরকার পতনের পর বিভিন্ন অভিযোগে দুটি মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, চেয়ারম্যান সাদাকাত উল্লা মিয়াজীকে চট্টগ্রাম নগরীর কাট্টলির নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে চট্টগ্রামে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি এস এম আল মামুনসহ ৮৭ জনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে। এতে অজ্ঞাত আসামি রয়েছে ১৫০ জন। শুক্রবার বাড়বকুণ্ডের স্থানীয় বিএনপি নেতা সাজ্জাদ হোসেন মামুন বাদি হয়ে এ মামলা করেন। এই মামলায়ও আটক ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহকে আসামি করা হয়েছে।