জেলা প্রতিনিধি,নেত্রকোনাঃ
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ ছেড়ে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন দুই ব্যক্তি। মঙ্গলবার এ তথ্য জানান মোহনগঞ্জের ইউএনও রেজওয়ানা কবির ও বারহাট্টার ইউএনও ফারজানা আক্তার ববি।উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দু’জন হলেন– বারহাট্টা সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন ও মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল। তারা দু’জন পরপর তিনবার ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত।
নেত্রকোনা জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচন হবে। মোহনগঞ্জের নির্বাচন হবে তৃতীয় ধাপে আগামী ২৯ মে। বারহাট্টায় কাজী শাখাওয়াতসহ দুই প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোহনগঞ্জে আমিনুল ইসলাম খান সোহেলসহ চার প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, গত ২১ এপ্রিল সদর ইউপি চেয়ারম্যান পদ ছেড়ে দেন কাজী সাখাওয়াত হোসেন। পরদিন প্যানেল চেয়ারম্যান-১ নূরুল আমিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।মোহনগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও রেজওয়ানা কবির বলেন, গত ২৯ এপ্রিল সমাজ-সহিলদেও ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আমিনুল ইসলাম খান সোহেল। পরদিন প্যানেল চেয়ারম্যান-১ ফখরুল আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।