ইজিবাইক ছিনতাইয়ের সময় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মে ২, ২০২৪

জেলা প্রতিনিধি:

যশোরের অভয়নগরে গণপিটুনিতে পিয়ারুল ইসলাম (৩৯) নামে ইজিবাইক ছিনতাইকারী চক্রের এক সদস্য নিহত হয়েছেন। ছিনতাইকারী চক্রের হামলায় রাজু আহমেদ (৩১) নামে এক ইজিবাইক চালক আহত হয়েছেন।

গতকাল বুধবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের ভূলাপাতা গ্রামে মিজানুর রহমানের মাছের ঘেরের সামনে জামিরা-চলিশিয়া সড়কের ওপর এ ঘটনা ঘটে। আহত রাজুকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পিয়ারুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের মো. দবির সরদারের ছেলে। আহত রাজু আহমেদ অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের বিশ্বাসপাড়া এলাকার আব্দুল হালিম বিশ্বাসের ছেলে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নীলাদ্রি সুন্দর কুন্ডু জানান, বুধবার রাত ৯টার দিকে পিয়ারুল নামে এক ব্যক্তিকে পুলিশ মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে জানতে পারি ইজিবাইক ছিনতাইকালে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভয়নগরে আকিজ সিটি সেন্টারের সামনে থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রীবেশে চার ছিনতাইকারী রাজুর ইজিবাইকে ওঠেন। তারা পার্শবর্তী ফুলতলা উপজেলার জামিরা বাজারে যেতে বলেন। পথিমধ্যে অভয়নগরের চলিশিয়া ইউনিয়নের ভূলাপাতা গ্রামে মিজানুর রহমানের মাছের ঘেরের সামনে পৌঁছালে তারা ইজিবাইক থামাতে বলে। ইজিবাইক থামানোর পর চার ছিনতাইকারী রাজুর ওপর চড়াও হন। একপর্যায়ে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার জন্য তারা রাজুর মাথায় ইট দিয়ে আঘাত করে। এ সময় রাজুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পিয়ারুল বাদে অপর তিনজন দৌঁড়ে পালিয়ে যান। পরে উত্তেজিত জনতা পিয়ারুলকে গণপিটুনি দিয়ে ঘটনাস্থলে ফেলে রাখে।

তিনি আরও বলেন, খবর পেয়ে রাতে অভয়নগর থানার ওসিসহ আমি ঘটনাস্থলে পৌঁছাই। এ সময় গুরুতর আহত অবস্থায় পিয়ারুল ও রাজুকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়ারুলকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসাধীন রাজু মাথায় আঘাপ্রাপ্ত হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। পালিয়ে যাওয়া তিন ছিনতাইকারীকে ধরতে পুলিশের অভিযান চলছে।