ইটভাটার ধোঁয়ায় ধান খেত নষ্ট, ক্ষতিপূরণ দাবি

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলগেট সংলগ্ন একটি ইটভাটার গরম ধোঁয়ার কারণে প্রায় ১২০ বিঘা জমির বোরো ধান খেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। এ ঘটনায় ক্ষুব্ধ কৃষকেরা জয়পুরহাট-পাঁচবিবি সড়ক অবরোধ করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরানাপৈল রেলগেট এলাকায় আরএনবি নামে একটি ইটভাটা রয়েছে। গত ২৫ এপ্রিল ওই ইটভাটার গরম ধোঁয়া ছাড়ায় এবং ধীরে ধীরে মাঠের বোরো ধান খেত ধূসর রঙ ধারণ করতে শুরু করে। কৃষকরা ইটভাটার গরম ধোঁয়ার কারণে ক্ষতি হওয়ার বিষয়টি জানতে পারেন। তারা ঘটনাটি স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যানকে জানান। এরপর বিকেল সাড়ে ৪টায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পুরানাপৈল রেলগেট এলাকায় জড়ো হন এবং বিকেল ৫টায় ক্ষতিপূরণের দাবিতে জয়পুরহাট-পাঁচবিবি সড়ক অবরোধ করেন। পরে সদর উপজেলার ইউএনও মো. রাশেদুল ইসলাম এর আশ্বাসে কৃষকরা সড়ক ছেড়ে দেন।
ক্ষতিগ্রস্ত কৃষক মিরাজুল, আজাদুল ও একরামুল বলেন, ইটভাটার গরম ধোঁয়ায় মাঠের প্রায় সব ধান খেত নষ্ট হয়ে গেছে। আমরা ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ করেছি। ইউএনওর আশ্বাসের পর আমরা অবরোধ তুলে নিয়েছি।পুরানাপৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরমান আলী হিরো জানান, ইটভাটার গরম ধোঁয়ায় মাঠের ধান খেত নষ্ট হয়েছে। কৃষকেরা তার কাছে প্রাথমিকভাবে ২৫ একর বোরো ধান খেত ও ১ একর কলার বাগানের ক্ষতির লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে ইটভাটার মালিক বেলায়েত হোসেন লেবুর মোবাইলফোনে কল করা হলে, তিনি কল রিসিভ করেননি।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, ইটভাটার বিষাক্ত গরম ধোঁয়ায় ধান খেতের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ চেয়ে কিছু সময় সড়ক অবরোধ করেছিলেন।

জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান বলেন, আমরা মাঠের ধান খেত পরিদর্শন করেছি। ইটভাটার গরম ধোঁয়ায় বোরো ধান খেতের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তবে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। সোমবার কৃষকদের ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করা হবে।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম বলেন, ধান খেত ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ও ক্ষতির কারণ নির্ণয় করবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে