ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩

ডেস্ক রিপোর্ট :

ইতালিতে সড়ক দুর্ঘটনায় সানজিদ হাওলাদার (২১) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) ইতালির সময় রাত ১০টার দিকে তারান্ত শহরে এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুরে নিহত যুবকের বাড়িতে মৃত্যুর সংবাদ পৌছায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর)। এ ঘটনায় গভীরভাবে শোকাহত সানজিদের স্বজন ও স্থানীয়রা।
সানজিদ হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাছার এলাকার সাবেক মেম্বার মো. লিটন হাওলাদরের ছেলে। চার ভাই বোনের মধ্যে সানজিদ সবার বড়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নিহতের চাচা মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
নিহতের পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, সানজিদ ২০২১ সালে উন্নত জীবনযাপনের আশায় পাড়ি জমান ইতালিতে। বুধবার (২৫ অক্টোবর) রাতে নিজের বাসা থেকে বের হয়ে শহরের তারান্ত’র রাস্তায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

নিহত সানজিদের বাবা মো. লিটন হাওলাদার বলেন, আমার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সকালে ওর মামাতো ভাই আসিফ খালাসি আমাদের কাছে ফোন দিয়ে ওর মৃত্যুর সংবাদ জানিয়েছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি আমার ছেলে লাশ যাতে আমি বাড়িতে আনতে পারি।
নিহত সানজিদ হাওলাদারের মা শান্তি বেগম বলেন, আমার তিন ছেলে মেয়ের মধ্যেই আমার ছেলেটাই ছিল সবার বড়। আমাদেরকে ভালো রাখার জন্য গিয়েছিল ইতালি। এখন সে লাশ হয়ে গেছে।

ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাওলাদার বলেন, সকালে ভাতিজার মৃত্যুর খবরটি আমরা নিশ্চিত হয়েছি। কিন্তু সে কোথায় আছে সেটা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আমাদের এলাকার যারা ইতালিতে থাকে তাদের কাছ থেকে অবস্থান জানার চেষ্টা করছি। এছাড়াও আমি সদর উপজেলা ইউএনও মহোদয়কে অবগত করেছি।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দীন বলেন, বিষয়টি আমাকে চেয়ারম্যান সাহেব অবগত করেছেন। আমরা অবশ্যই লাশ বাংলাদেশে আনার জন্য প্রশাসনিকভাবে উদ্যাগ নেব।