![ইতিহাস গড়া হলো না নাঈমের](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/54-3.jpg)
ক্রীড়া ডেস্ক:
নাজমুল হোসেন শান্তর পর দেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক আসরে ৫শ রান করার নজির গড়েছেন মোহাম্মদ নাঈম। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতি বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ২২ বলে ১৯ রান করা ইনিংসে এবারের আসরে ৫শ রান পূর্ণ করেন খুলনা টাইগার্সের হয়ে খেলতে নামা নাঈম। চলতি আসরে এখন পর্যন্ত ১৪ ম্যাচের ১৪ ইনিংসে ১টি শতক ও ৩টি অর্ধশতকে ৫১১ রান করেছেন জাতীয় দলের এই ক্রিকেটার।
অথচ আর মাত্র ছয়টি রান করতে পারলেই বিপিএলে শান্তর রেকর্ডটা ভাঙতে পারতেন নাঈম। বিপিএলের এক আসরে বাংলাদেশিদের মধ্যে রানের দিক থেকে সবার ওপরে আছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৩ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ৫১৬ রান করেছিলেন শান্ত। যদিও বিপিএলের ওই আসরে শান্তর ব্যাটিং টি-টোয়েন্টিসুলভ ছিল না। সেবার শান্ত যেখানে ১১৬.৭৪ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন এবার নাঈম ব্যাট করেছেন ১৪৩.৯৪ স্ট্রাইকরেটে।
বিপিএলের এক আসরে অন্তত ৫শ রান করা তৃতীয় ব্যাটার হলেন নাইম। প্রথম ব্যাটার হিসেবে বিপিএলের এক আসরে ৫শ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার রিলি রুশো। ২০১৯ সালে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচের ১৩ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৫৫৮ রান করেছিলেন রুশো। যা এখন পর্যন্ত বিপিএলের এক আসরে কোন ব্যাটারের সর্বোচ্চ রান।