ইন্টারপোলের আদলে ভারত চালু করল ‘ভারতপোল’

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

ভারত আন্তর্জাতিক পুলিশ সহায়তা সংস্থা ইন্টারপোলের ধাঁচে ‘ভারতপোল’ নামে একটি নতুন পোর্টাল চালু করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার (৭ জানুয়ারি) এই পোর্টালের উদ্বোধন করেন।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, পোর্টালটি তৈরি করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। এর লক্ষ্য হলো বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরতে ভারতীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করা।

অমিত শাহ বলেন, ‘ভারতপোলের মাধ্যমে প্রতিটি সংস্থা ও রাজ্য পুলিশ ইন্টারপোলের সঙ্গে সহজেই সংযুক্ত হতে পারবে। এতে তদন্ত প্রক্রিয়া দ্রুত হবে এবং আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় সুবিধা বাড়বে।’

এতদিন ইন্টারপোলের সঙ্গে ভারতের যোগাযোগ হতো চিঠি, ইমেইল ও ফ্যাক্সের মাধ্যমে। এতে তথ্যপ্রাপ্তিতে দেরি হতো। ভারতপোল এই সমস্যা দূর করবে। পোর্টালটি সমস্ত অংশীদারকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করবে, যেখানে রেড নোটিশসহ অন্যান্য নোটিশের আদান-প্রদান আরও সহজ হবে।

অমিত শাহ আরও বলেন, ‘আগে একমাত্র সিবিআই ইন্টারপোলের সঙ্গে কাজ করত। কিন্তু ভারতপোল চালুর ফলে প্রতিটি রাজ্য ও কেন্দ্রীয় সংস্থা ইন্টারপোলের সঙ্গে সরাসরি কাজ করতে পারবে।’

ভারতের নতুন অপরাধ আইন অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়ার বিধান অন্তর্ভুক্ত করেছে। অমিত শাহ জানান, ‘এই পোর্টালের মাধ্যমে বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের বিচার করা এবং দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যর্পণের আবেদন সহজ হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই পোর্টাল সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, মাদক পাচার, মানব পাচারসহ আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। এটি রাজ্য ও কেন্দ্রীয় সংস্থাগুলোকে ইন্টারপোলের সঙ্গে দ্রুত যোগাযোগের সুযোগ দেবে।