
ক্রীড়া ডেস্ক:
মৌসুমজুড়ে দুর্দান্ত ছন্দে ছিল ইন্টার মিলান। লিগে শীর্ষে, চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে—সব মিলিয়ে স্বপ্ন ছিল ট্রেবল জয়ের। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিলো নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিল তারা, ইন্টারকে বড় ব্যবধানে হারিয়ে।
বুধবার রাতে সান সিরোতে অনুষ্ঠিত সেমিফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলের জয় পায় এসি মিলান। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে তারা ফাইনালে পৌঁছে যায়। প্রথম লেগে ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়। ফিরতি লেগে লুকা ইয়োভিচের জোড়া গোল এবং রেইনডার্সের শেষ মুহূর্তের গোলে জয়ের উৎসব করে রোসোনেরিরা।
মজার ব্যাপার হলো, মৌসুমে যতবার মুখোমুখি হয়েছে দুই দল, ততবারই দাপট দেখিয়েছে এসি মিলান। সিরি’আ লিগে প্রথম দেখায় জয়, দ্বিতীয়টি ড্র। ইতালিয়ান সুপার কাপের ফাইনালেও ইন্টারকে হারিয়ে শিরোপা জিতেছিল মিলান। এবার তাদের বিদায় করে জায়গা করে নিল ইতালিয়ান কাপের ফাইনালে।
অন্যদিকে, ইন্টার সিরি’আর শীর্ষে থেকে শিরোপা জয়ের পথে থাকলেও, কাপ জেতার আরেকটি সুযোগ হাতছাড়া হলো ইনজাগির দলের। ইউরোপে এখনও লড়াই বাকি থাকলেও, ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্ন এখানেই থেমে গেল।