বিশ্ব ফুটবলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে। কেননা মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। অনেক গুঞ্জনের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবে যোগ দেওয়ার ঘোষণা নিজেই দেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।
ক্লাবটির সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি মেসির। তবে মেসির যোগ দেওয়ার ঘোষণার পরপরই হু হু করে বাড়ছে ক্লাবটির জনপ্রিয়তা। যার প্রমাণ মিলেছে মায়ামির ম্যাচের টিকিট কেনার খবরে। বলা হচ্ছে মায়ামির হয়ে মেসির অভিষেক ম্যাচতো বটেই, পুরো সিজনের টিকিটই বিক্রি হয়ে গেছে।
এখন মেসি ভক্তদের মনে প্রশ্ন মায়ামিতে কত নম্বর জার্সি গায়ে মাঠ মাতাবেন তিনি? ভক্তদের সে উত্তর অবশ্য দিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। বার্সেলোনায় আইকনিক ‘১০ নম্বর’ জার্সি পরে খেলতেন মেসি। তবে পিএসজিতে খেলেছেন ৩০ নম্বর জার্সি পরে। তবে ইন্টার মায়ামিতে ফের ১০ নম্বর জার্সি গায়ে মাঠ মাতাবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
গত ২৪ জুন জন্মদিন ছিল মেসির। জন্মদিনের দিন ইন্টার মায়ামির শুভেচ্ছাবার্তার এক পোস্টে কালো রঙের ব্যাকগ্রাউন্ডে গ্রাফিতি ঢংয়ে ক্লাবটি লিখেছে ‘ফেলিজে কাম্পলিয়ো ১০’। স্প্যানিশ শব্দটির অনুবাদ করলে অর্থ দাঁড়ায় ‘শুভ জন্মদিন ১০’।