ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার দেশটির উত্তর মালুকু উপকূলে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামির আশঙ্কাও নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।

ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ৮১ কিলোমিটার (৫০ মাইল)। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষের ফলে দেশটিতে ঘন ঘন ভূমিকম্প হয়ে থাকে।

২০০৯ সালে ইন্দোনেশিয়ার পাদাংয়ে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১ হাজার ১০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং বহু মানুষ আহত হয়। এছাড়া অসংখ্য ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে যায়।

তারও আগে, ২০০৪ সালে সুমাত্রার উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে। এতে ইন্দোনেশিয়ায় ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

শুধু ইন্দোনেশিয়াই নয়, ভূতাত্ত্বিক অবস্থানের কারণে জাপানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোও ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব অঞ্চলে ভূমিকম্পের প্রভাব কমাতে আগাম সতর্কতা ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করা প্রয়োজন।