ইবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

বন্যা আক্তার:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তার বাম পায়ের উপরের অংশের বড় হাড় (ফিমার) ভেঙে গেছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ মেডিকেলে নেওয়া হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনে এ ঘটনা ঘটে। পরে তাকে ইবি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। আহত নির্মাণ শ্রমিক হাসানুর হাসান ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, নির্মাণ শ্রমিক হাসানুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। কাজ করার সময় সেখানের সিঁড়ি থেকে পা পিছলে তিনি তৃতীয় তলায় পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক বদিউজ্জামান বলেন, আঘাতের ফলে তার বাম পায়ের উপরের অংশের বড় হাড় (ফিমার) ভেঙে গেছে বলে মনে হচ্ছে। এজন্য তাকে অতিদ্রুত সদর হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে গিয়ে এক্স-রে করে নিশ্চিত হওয়ার পর পরবর্তী চিকিৎসা দেওয়া যাবে

প্রসঙ্গত, এর আগে একই ভবনে কাজ করার সময় নির্মাণসামগ্রী গায়ে পড়ে ওবায়দুর রহমান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছিল।