বিনোদন ডেস্ক:
ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফীর থ্রিলার ওয়েব ফিল্ম ‘মায়া‘। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সারিকা। এছাড়া ‘মায়া‘র মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করছেন অভিনেতা মামনুন ইমন। রায়হান রাফীর নির্মাণে ইমন-সারিকা জুটির এটিই প্রথম কাজ।
বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্মটি গতকাল মুক্তি পেয়েছে। মুক্তি উপলক্ষে একই দিন বিশেষ শো’ আয়োজন করা হয়। রাজধানীর মহাখালীতে আযোজিত বিশেষ শো-টি হলে বসে উপভোগ করেছেন সিনেমার কলা-কুশলীরা। এছাড়া ফিল্মটি দেখতে সেখানে হাজির হয়েছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, রোকাইয়া জাহান চমক, প্রর্থনা ফারদিন দিঘী, সামিরা খান মাহি, অভিনেতা সুভ্রতসহ আরও অনেকে।
পারিবারিক টানাপোড়েন এবং এ সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘মায়া’। স্বামীর অবর্তমানে নারীদের যে ধরনের চাপের মুখে পড়তে হয়, তাই ফুটে উঠেছে।
ওয়েব ফিল্মটি দেখে মিম বলেন, ‘রায়হান রাফীর নির্মাণ মানেই ভিন্ন কিছু। এটা বরাবরই আমারা দেখে এসেছি। আমিও তার কয়েকটি কাজের সাক্ষী। ‘মায়া’ ক্ষেত্রে রাফী সেটাই করেছেন। একটা সত্য ঘটনা তুলে এনেছেন। ইমন ও সারিকা এখানে যে অভিনয় করেছেন এর আগে তার এমন অভিনয় আমি দেখিনি। সব মিলিয়ে দুর্দান্ত একটি কন্টেন্ট।’
ফিল্মটি দেখার পর আবেগপ্রবণ হয়ে পরেন অভিনেত্রী রোকাইয়া জাহান চমক। তিনি বলেন, ‘এই ছবিতে রায়হান রাফী যে বিষয়টি তুলে এনেছেন এটা অনেক পরিরারেই আছে। যা খুবই মর্মান্তিক। এমনটি আমার পরিচিত অনেক পরিবারেও এমনটি বিদ্যমান। বিশেষ করে একটি মাদকাসক্ত পরিবারে সন্তানগুলোকে দেখলে সত্যিই কান্না পায়। সব শেষে দৃশ্যটি দেখে কান্না ধরে রাখতে পারিনি।’
প্রার্থনা ফারদিন দিঘী বলেন, হলে বসে সিনেমাটি দেখলাম। দুর্দান্ত একটি সিনেমা। বুঝতেই পারিনি সিনেমা দেখছি। পুরো পরিবারের গল্প। বাস্তবে আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে। যাদের সঙ্গে আমারাও কিছুটা পরিচিত। একটি মাদকাসক্ত পরিবার কীভাবে শেষ হয়ে যায় সেটাই ফুটে তোলা হয়েছে। রাফী ভাইয়ের নির্মাণে ইমন ভাই ও সারিকা আপুর অভিনয় দুর্দান্ত। আমি চাইবো তারা যেন এখন থেকে নিয়মিত ওটিটিতে অভিনয় করেন। তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হবে।
বাংলাদেশের ৪০ শতাংশ মানুষের ঘরে যে সমস্যা সেই কনসেপ্ট নিয়েই ‘মায়া’ নির্মিত উল্লেখ করে ইমন বলেন, অনেকে আমার চরিত্রটি রিলেট করতে পারবে। গল্পটা একেবারে ট্রু স্টোরির মতো। এটা এমন গল্প যেটা বাবা-মা দেখলে ভাববে এটা আমাদের সন্তানের গল্প।
নির্মাতা রায়হান রাফী বলেন, ‘মায়া ওয়েব ফিল্মটিতে সমাজের একেবারেই রূঢ় বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। ফলে দর্শকরা সহজেই এর কাহিনীর সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। টিজার দেখে এর কাহিনী নিয়ে অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন। আমার বিশ্বাস, ওয়েবফিল্মটি দর্শকরা উপভোগ করবেন।
উল্লেখ্য, দেশের প্রথম সারির বিউটি ব্র্যান্ড লিলি শুরু থেকেই দেশীয় শিল্প-সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের কন্টেন্ট ও প্রচারণামূলক ইভেন্ট পৃষ্ঠপোষকতা করে আসছে ব্র্যান্ডটি।