ইমো হ্যাক করে প্রতারণায় গ্রেফতার ৫

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৩

চট্টগ্রাম প্রতিবেদক:

মেসেজিং অ্যাপ ইমো হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিট। পাবনা ও নাটোর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. আরিফুল ইসলাম (৩১), মো. শিমুল হোসেন (২২), মো. সাহাবুল ইসলাম ওরফে শাহাবুল (৩৯), মো. ইব্রাহিম হোসেন ওরফে বাপ্পী (২১) এবং মো. হৃদয় হাসান ওরফে শাহীন (২৩)। এরমধ্যে আরিফ ও শিমুলকে পাবনার ঈশ্বরদী এবং শাহাবুল, বাপ্পী ও শাহীনকে নাটোরের লালপুর থেকে গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে নগরীর দামপাড়াস্থ সিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, গ্রেফতাররা বিভিন্ন ব্যক্তির ইমো আইডি হ্যাক করার মাধ্যমে প্রতারণা করে নগদ ও বিকাশের মাধ্যমে দেশ-বিদেশের অনেক ভুক্তভোগীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। চট্টগ্রামের চকবাজার এলাকায় এক ভুক্তভোগীর মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে পাবনা ও নাটোর থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারদের স্বীকারোক্তি মোতাবেক জড়িত আরও কয়েকজনকে ধরতে ঢাকা জেলার সাভার, নোয়াখালীর সুধারাম ও বেগমগঞ্জ থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারদের থেকে হ্যাকিং ও অর্থ হাতিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত মোবাইল, সিম জব্দ করা হয়।