ইয়াবা পাচারকালে গ্রেফতার মা বাবা ও মেয়ে

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

 

কুমিল্লা প্রতিনিধি:

 

 

পাঁচ হাজার পিস ইয়াবা পাচারকালে কুমিল্লায় একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বা ঘোনা উত্তর হ্নীলা গ্রামের বাসিন্দা পিবুলা তঞ্চঙ্গ্যা (৫৭), স্ত্রী চুমাছিং তঞ্চঙ্গ্যা (৪৭) ও মেয়ে কালতি তঞ্চঙ্গ্যা (১৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোল্ডেন হাইওয়ে রেস্তোরাঁর সামনে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

চৌধুরী ইমরুল হাসান আরও জানান, তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে খাগড়াছড়ি-বান্দরবান হয়ে ঢাকায় ইয়াবা পাচার করে আসছে।