
ডেস্ক রিপোর্ট:
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের লক্ষ্য করে ফের অতর্কিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে হুথির অন্তত ১৬ জন সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে রয়টার্স বলছে, টানা পাঁচদিন ধরে ইয়েমেনে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। তবে সর্বশেষ চালানোর বিস্তারিত সম্পর্কে তেমন কিছু জানায়নি হুথি সংশ্লিষ্ট সংবাদসংস্থা সাবা।
এর আগে ইয়েমেনের রাজধানী সানায় চালানো মার্কিন হামলায় সাতজন নারী এবং দুইজন শিশু আহত হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আল-মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী আল-জাওফ প্রদেশের আল-হাজম জেলার সাদা, আল-বায়াদা প্রদেশের সাওয়াদিয়া জেলায় হামলা চালিয়েছে।
এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি হুথিদের বিরুদ্ধে তুমুল হামলার জন্য নির্দেশ দিয়েছেন।
সেই শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মার্কিন বাহিনী ইয়েমেনে কয়েক ডজন হামলা চালিয়েছে বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে।
এসব হামলায় নিহত হয়েছে অন্তত ৫৩ জন এবং আহত হয়েছে ১০৭ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।