ইরানগামী জাহাজে হুথিদের হামলা, নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ 

ইয়েমেনের হুথি যোদ্ধাদের ছুড়ে মারা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজটি ইরানের দিকে যাচ্ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইউএস সেন্ট্রাল কমান্ড সামরিক বাহিনীর সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি জানায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পোস্টে জানানো হয়, ‘এমভি স্টার আইরিস’ জাহাজটি লোহিত সাগর পাড়ি দিয়ে দক্ষিণ ইরানের বন্দর ইমাম খোমেনির বন্দর নগরীর দিকে যাচ্ছিল। ব্রাজিল থেকে ভুট্টার একটি চালান নিয়ে যাচ্ছিল জাহাজটি।জাহাজটিকে গ্রিক মালিকানাধীন, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী কার্গো জাহাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অবশ্য হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, মার্কিন তালিকাভুক্ত, গ্রীস-ভিত্তিক ফার্ম স্টার বাল্ক ক্যারিয়ার কর্পোরেশনের মালিকানাধীন জাহাজের উপর হামলা চালিয়েছে তারা।ইয়েমেনের জলসীমায় প্রবেশের সাথে সাথেই সোমবার এটিকে লক্ষ্য করে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে তারা।

সম্প্রতি লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু জাহাজে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, ইসরায়েল গাজায় বোমাবর্ষণ অব্যাহত রাখলে, তারাও জাহাজে হামলা চালাবে।