ডেস্ক রিপোর্ট:
ইরানের সঙ্গে বিমান চলাচল চুক্তি বাতিল করেছে ইউক্রেন। দেশটির মন্ত্রিপরিষদের প্রতিনিধি তারাস মেলনিচুক টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেন সরকার ও ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের মধ্যে বিমান চলাচল চুক্তি বাতিল করা হয়েছে।
তার মতে, ১৯৯৩ সালের ৯ জুলাই তেহরানে দুই দেশের মধ্যে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
২০২২ সালের ফেব্রুয়ারিতে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ইউক্রেন। এরপর থেকে নিয়মিত কোনো বেসামরিক বিমান ফ্লাইট নেই।
ফলে ইরানের সঙ্গে ইউক্রেনের চুক্তি বাতিলের অর্থ হলো, আকাশসীমা খোলার পর ইরানের সঙ্গে বিমান চলাচল আর শুরু হবে না।
ইউক্রেন রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার জন্য ইরানকে অভিযুক্ত করেছে। অন্যদিকে ইরান বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে।