ইসরায়েলের কাছে ৪ জিম্মির লাশ হস্তান্তর করছে হামাস

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বিবাস পরিবারের সদস্যসহ চার জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে। গাজা নগরী থেকে এএফপি এই তথ্য জানিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর হামাস এই প্রথম দেহাবশেষ হস্তান্তর করছে। ফিলিস্তিনি গোষ্ঠীটি জানিয়েছে, শিরি বিবাস, তার দুই শিশু পুত্র কেফির ও এরিয়েল এবং চতুর্থ বন্দী- ওদেদ লিফশিৎজের মৃতদেহ গাজার দক্ষিণ নগরী খান ইউনিসে ফেরত পাঠানো হবে।
ইসরায়েলে হামলার সময় হামাসের হাতে তাদের অপহরণের ভিডিও এবং সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, মা এবং তার শিশুপুত্র চার বছর বয়সী আরিয়েল ও মাত্র নয় মাস বয়সী কেফিরকে গাজা সীমান্তের কাছে তাদের বাড়ি থেকে অপহরণ করা হচ্ছে।

ছেলেদের বাবা এবং শিরির স্বামী ইয়ার্ডেন বিবাসকে একইদিনে আলাদাভাবে অপহরণ করা হয় এবং ১ ফেব্রুয়ারি পূর্ববর্তী জিম্মি-বন্দী বিনিময়ের মাধ্যমে গাজা উপত্যকা থেকে মুক্তি দেওয়া হয়।

গাজা উপত্যকায় ১৫ মাসেরও বেশি সময় ধরে লড়াইয়ের পর ১৯ জানুয়ারি কার্যকর হওয়া ইসরায়েল ও হামাসের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে তাদের মৃতদেহ প্রত্যাবাসনের অংশ।

এনিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বৃহস্পতিবার ইসরায়েল রাষ্ট্রের জন্য একটি খুব কঠিন হৃদয়বিদারক দিন, একটি শোকের দিন।