ডেস্ক রিপোর্ট:
ইরানে শনিবার ভোরে হামলা চালায় দখলদার ইসরায়েল। এ হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে তেহরান। দেশটির একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ।
সূত্রটি বলেছে, পাল্টা হামলা চালানোর জন্য ইরান প্রস্তুত। কোনো সন্দেহ নেই ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ইসরায়েল পাবে।
এর আগে স্থানীয় সময় ভোররাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। একটি ফুটেজে দেখা যায়, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
ইরানের রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা বাহিনী তেহরান প্রদেশের আশপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে।