ইসরায়েলে রকেট হামলায় ১১ জন আহত

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

ডেস্ক রিপোর্ট:

লেবানন থেকে চালানো রকেট হামলায় ইসরায়েলের ১১ জন আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালানো হয়। সূত্র: টাইমস অব ইসরায়েল

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, আক্রান্ত এলাকা চিহ্নিত করা হয়েছে, তবে রকেট নাকি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস মেগান ডেভিড আদম জানিয়েছে, ইসরায়েলে চালানো রকেট হামলায় ৭ জন আহত হলেও পরে তা বেড়ে ১১ জনে দাঁড়ায়।

এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় গতকাল থেকে আজ পর্যন্ত ৫২ জন নিহত হয়েছে। লেবানন কর্তৃপক্ষের দাবি হামলা চালানোর আগে বাসিন্দাদের সরে যেতে কোনো ধরনের সতর্কবার্তা দেয়া হয়নি।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে কমপক্ষে ১০টি হামলা হয়েছে। লেবাননে যুদ্ধ বন্ধ করতে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আলোচনা করতে সফররত মার্কিন কর্মকর্তাদের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের একদিন পর এ হামলা করা হলো।