ঈদের ছুটি শেষ : সরাসরি অফিসের উদ্দেশ্যে ট্রেনে আসছেন অনেকেই
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিবেদক:
ঈদ উপলক্ষ্যে দীর্ঘ ৯ দিনের ছুটি পেরিয়ে আজ থেকে শুরু হচ্ছে রাজধানীর কর্মমুখর জীবন। অফিস আদালতে যোগ দিতে অনেকে গতকালই রাজধানী ঢাকায় প্রবেশ করেছেন। কিন্তু তারপরও যারা গতকাল আসতে পারেনি, তারা আসছেন আজ। এর মধ্যে অনেকেই সরাসরি অফিসের ঢোকার প্রস্তুতি নিয়েও এসেছেন।রোববার (৬ এপ্রিল) দেশের প্রধান ঢাকা রেলওয়ে (কমলাপুর) স্টেশন ঘুরে ও যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনে ৩ নম্বর প্ল্যাটফর্মে এসে থামে রংপুর থেকে আসা আন্তঃনগর রংপুর এক্সপ্রেস। সাড়ে ৮টায় ৫ নম্বর প্ল্যাটফর্মে থামে সিলেট থেকে আসা সুরমা মেইল ট্রেন। ট্রেন দুটি থামার সঙ্গে সঙ্গে অসংখ্য যাত্রী ট্রেন থেকে নেমে বাইরে গেটের দিকে আসতে থাকেন। এ সময় প্ল্যাটফর্ম দুটিকে জনসমুদ্র পরিণত হতে দেখা গেছে।
সুরমা মেইল ট্রেনের যাত্রী সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঢাকার একটি প্রতিষ্ঠানে কাজ করি আমি, সকাল ১০টায় অফিস শুরু। আমি ঢাকাতেই থাকি, নরসিংদী নিয়মিত যাতায়াত করি না। ঈদের ছুটি শেষে সরাসরি অফিস করার জন্যই আজ বাড়ি থেকে এসেছি। প্রায় আড়াই ঘণ্টা বিলম্বে ঢাকায় পৌঁছায় রংপুর এক্সপ্রেস। ওই ট্রেনে নাটোর থেকে ওঠা মুশফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আজ থেকেই আমার অফিস শুরু। গতকাল আসার জন্য ট্রেনের টিকিট খুঁজছিলাম, কিন্তু সেটা পাইনি। বাধ্য হয়ে শেষ ট্রেনে ঝুঁকি নিয়েছি। কোনভাবে যদি এই ট্রেনটি ধরতে না পারতাম অথবা ট্রেনটি আরও দেরিতে আসতো, তাহলে আমার অফিসে ঢুকতেই আজকে দেরি হতো।
ট্রেনে ভিড় কেমন ছিল জানতে চাইলে রংপুর এক্সপ্রেস ট্রেনের আরেক যাত্রী মোহাম্মদ সাকলাইন বলেন, আজ ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। ভেতরে দাঁড়িয়ে এসেছে প্রচুর মানুষ। তাদের জন্য টয়লেটে পর্যন্ত যাওয়া যায়নি। সম্ভব ট্রেনের ছাদেও এসেছে অনেক মানুষ।
এরপর সকাল ৯টায় ঢাকা রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এসে থামে তিতাস কমিউটার ট্রেন। সেই ট্রেন থেকেও অসংখ্য যাত্রী প্ল্যাটফর্মে নামে।